মায়াবী লাবন্যের শেষে নিরাশায় আচ্ছন্ন কালো আঁধারেই ঢাকা অতি রশ্নি মিলিয়ে গেছে ওই রুপের গগনে।
আমি নির্বাক ! বাঁক রুদ্ধ কন্ঠের আর্তনাদ, কর্নপাত করেছি এক রাশ শুষ্ক জ্বলন্ত আবেগে।
হাজার বছরের উষ্ণ স্রোতে,  সমবেদনায় পরান জুরায় একবিন্দু নোনা আঁখির জলে।
মায়াময় কন্ঠের অন্বিত, নেশায় মগ্ন মধুর সুরেলা আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে গুনগুনিয়ে মোহিত করে।
ত্তষ্ঠ জোড়ার সুশীল হাসি মোহিনী সাজে নীল পদ্মে! বিভোরিত চিত্তে, ওষ্ঠ জোড়ার অন্বেষণে ছুটে দিক দিগন্তে।