টাকা পাইসা নাই ,আরে সাধের ঘর জামাই;
ছলাকলা প্রেম পিরিতি করিলো রে তুই ভাই!
আরে সাধের ঘর জামাই।
লালন বলে ফকির নাকি, দেউলিয়া রে ভাই;
আরে টাকাকড়ি নাই।
জাতের নারীর রূপ দেখিয়া প্রেমে পড়লি ভাই,  আরে ছাড়লি রে ঘর টাই....  ।
অলিগলি ঘুরাঘুরি কাজ কামাইয়ো নাই;
দুই দিনের ঐ প্রেম পিরিতি ভুলিয়া গেলি ভাই;
বিবির ঝাঁটা মাথায় নিয়া ঘুমিয়া গেলি ভাই,
আরে সাধের ঘর জামাই!
ছলাকলা প্রেম পিরিতি, দয়ার সাগর নাই!
আরে টাকা পাইসা নাই,
আরে সাধের ঘর জামাই....।।