তুমি দেখেছ, প্রভাতের ঐ রবির কিরণ?
কত শত ঐ গ্লানির হাসি মুখ , চেয়ে দেখলে পাওয়া যায় ।
ছুঁয়ে গেলে দুখিনীর সর্বোচ্চ সুখ পাওয়া যায়, মন ভরে।
সেই হাসি, গগনের তৃপ্তির প্রকাশ পায়, পাখির সেই মধুর কুঞ্জন।
তুমি দেখেছ ঐ রবির হাসি!!


স্তব্ধ মৃত জল জীবন ফিরে পায়।
আমে জের আনন্দ, চারিদিকে হাসি দিয়ে নেচে উঠে ।
জমকালো আধার মুক্তি নেয়।


সেই হাসি তুমি দেখেছ গগনে, কোন দূর কোনে !?
উষার হাসির রুপে পুলকিত করে ।


চলো আজ জেগে রই।
দেখি কোন তেজে রুপ ভোগ করি, পৃথিবীর রুপ।
তুমি দেখেছ ঐ রুপ?