তুমি!সেই যুগ হতে নারী রুপে পৃথিবীতে এসেছো ,
জননীর রুপে।
তুমি !সত্য সাদা , কালো রঙ্গের  মানে জানা নেই।
ভোলা হারা মন তোর প্রেমের সাগর ,
ডুব দেই ! মায়াময় জ্যোৎস্নার
চাঁদ এনে দেই।
তুমি মা! তুমি নারী !!


ভালোবাসি, বক্ষে জড়াইয়া থাকি অন্তিম দিন ধরে! এই তো তুমিই থাক!
বন্ধু , প্রেম, বউ , কন্যা বেশে।
বেটা মেয়ে তোর কাছে মায়াময় সত্য!
সাদা তো শুধুই সাদা যুগ যুগ ধরে।
মা ডাকি! দাসীও ভাবি , সাদা তো শুধুই সাদা জপে তোর মন টায় ।
য়া চাই তাই পাই, নিব আমি যত হারে,
সাগরের বিলুপ্ত শিখা ,ধরে রাখি চক্ষে।
অ শেষের মা আছে ! নেই তো শুধুই নেই ।


( দিদির বিয়ে দিদির উপঠৌকন)


!!আশীর্বাদ করুন!!