কথা দিচ্ছি… শূন্যতার কাছে চেয়ে নেব এক টুকরো উষ্ণতা
জলের কাছে পিপাসার ঠিকানা,
উত্তাল সমুদ্রের কাছে খুঁজে নেব এক টুকরো নীল।


কথা দিচ্ছি…  মৃত্তিকার শূন্য পেয়ালায়
পুঁতে দেব লক্ষ লক্ষ জীবাণুমুক্ত বোধ।
হেমন্তের হিম বাতাসে, ক্ষুদ্র ক্ষুদ্র  জোনাকির  উজ্জ্বলতায়
জীবন তুলীতে আঁকব বিশ্বাসের বারতা।


কথা দিচ্ছি… যেখানে মরণ ব্যাধি, সেখানে থেকেই হবে জীবনের সূচনা।
জরায়ুর  ডিম্বাশয়ে জন্মেছিল যে বীজ, কঙ্কালসার আহত দুর্বল,
এবার সদ্য প্রসূত হবে, জরাজীর্ণহীন প্রসন্ন্ সচেতন আত্মার।