আমি পাতাদের দলে ওগো পাতাদের দলে,
জংলীপাতার ভিড়ে আধ ফোঁটা এক ফুল ফুটে
তাকে ঘিরে হয় মাতামাতি, হয় কত আহাজারী।


যদি ঝরি আমি, ঝরা পাতা কয় লোকে
ঝরা পাতা আমি ঝরি তোমারই চরণতলে।
অভিমানে দাও ছুঁয়ে এই আমারে
কর বিবর্ণ, দাও কুঁচকে আমার বসতবাটি।
বাতাসের আনন্দলোকে আমি হাওয়ায় উড়ি
মায়ের বুক হতে আমি খসে পড়ি।
শিশির সিক্ত ঘাসে ঘুমাই পরম আদরে
আমার বুকেতে কত পথচারী
আঁকে পায়ের চিহ্নখানি
অবুঝ বুক চিরে এমন শীতের সকালে।


আমি পাতাদের দলে ওগো পাতাদের দলে
বইয়ের ভাঁজে, কিশোরীর প্রেম সাজে
যতনে শুকনো পাতা স্পষ্ট স্মৃতি ভাসে।
ঘুমাই দূর্বাঘাসে তবু আমার বিচরণ
কিশোরীর বুকের ভাঁজে।
ঝরা পাতা আমি ঝরি অহরহ
গাড়ীর চাকার নীচে, ভাংগা কুলার নীচে
পাবে হেথা হোথা, ফেলানো ছাইয়ের নীচে।
ঝাড়ুর শলার কাছে করি মাথা নত
দেয় চর কসিয়ে আমায় অবিরত।


ঝরা পাতা ওগো আমি ঝরা পাতা
আমার বুকেতে আঁক প্রেমের ছোট্ট কবিতা
কলমের আঁচড়ে  বুকে লাগে ব্যথা
তবু খস খস করে বলি, ব্যথা লাগে লাগুক
বুকেতে আমার হোক ভালবাসার কথন
ওগো পথিক জন।