অভিজাত প্রকোষ্ঠে ময়ূরীর নাচ
এ যেন ফিকে পরা বেরঙ্গী হাসির
আদলে ঢাকনার ভেতরে অস্পষ্ট অসুখ।


সুন্দর মুখমন্ডল , হেলানো দোলানো
আধুনিক বাক্যপ্রলাপ, হাঁটার স্টাইলটাও আমদানীরত
ওরা কেবলি আঁধারে দিচ্ছে ডুব।


আপাতঃ দৃষ্টিতে ঝাড়বাতির আলোতে
দেহ মনে অসাড় চেতনায়
স্বপনালোকে ভ্রমনে ব্যস্ত
অভিজাত বেডরুমে দামী দামী পোষাকে
মানুষ বেচা কেনার ধুম।


শুকনো কাশির মত বড় আঠালো
সভ্যতার এ অবেলায় ফনা তুলে
ছোবলের পর ছোবল দিয়ে
চলছে বিষাক্ত সরীসৃপ।


রক্তাক্ত বিছানা বালিশ, রক্তাক্ত চাতাল
হিম কুয়াশায় রক্তাক্ত পাতার শরীর
কচু পাতার জলের মত ক্ষণস্থায়ী
সম্পর্ক ,পদবী, সম্ভ্রম আর সময়।


আজ সভ্যতা বড় উসকো খুসকো
মানুষের ভেতরে আরেক রকম মানুষ
অনবরত গিলছে আলোর ছায়াপথ।