মা ওমা, লোকে বলে
আমার নাম নাকি টোকাই;
আমার নাম টোকাই কেন মা?


এই নামডা আমার ভাল্লাগেনা মা
জান মা, সবাই বলে মা জননী  নাহি
বড় শব্দ, বড় উঁচু কথা;
আমি তো কোনদিন দেহি নাই তোমারে
তুমি কত হান উঁচু মা?  তুমি কতহান লম্বা?
তোমারে দেখবার বড় ইচ্ছা হয় মা;
তুমি কি আকশের নাহান নীল?
নাহি, সাগরের নাহান ব্লীন?


হুনছি,  মা নাহি তার বাচ্চারে
নিজের বুকের সাথে জড়াইয়া বড় করে
আমি তো এমন কোন মারে পাই নাই;


জান মা? সারাদিন কিচ্ছু  না খাইয়া
রাস্তার মোড়ে ঘুমাইতেছিলাম, আর
ঐ পুলিশ বেটা দিল এক লাঠির বারি,
মনে হইল যেন মইরা গেলাম মা।
উইঠা পূবের দিকে দৌড়াইয়া
খোলা আকাশের নীচে তোমারে
খুঁজতে গেলাম ; কই মা তুমি তো নাই;


আমিও খাইবার চাই মা, আমিও ঘুমাইবার চাই
আমি তোমার গায়ের গন্ধ নিবার চাই মা
আমি আল্লাদ কইরা মা ওমা, মা ডাকবার চাই।
আমি স্কুলে যাইবার চাই মা
আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কত কিছু হইবার চাই
আমি তোমার শাড়ী আঁচল ছুঁইয়া দেখবার চাই।


শুনছি, মায়ের কাছে চাইলেই সব পাওয়া যায়
মা ওমা আমারে একখান মা আইন্না দিবা মা?
একখান মা...............