ক্ষণিকের আত্মসমর্পণে হাসছো বুঝি পথিক?
আমি ভুল রঙে ছুড়ে দিয়েছিলাম মৌন চুম্বন!
তুমি টেরও পাওনি জানি, জানতেও চাওনি কখনও;
যেখানে নৌকার পাটাতনে বাঁধা ছিলো
আমার সব বিশ্বাস।


তাই পাহাড়ের বুকে জমেছিলো নীরব মেঘের বাসর!
দেখে নিও সেখানে এখনও জমে আছে,
ধোঁয়াটে প্রেমের সন্ধি!
সুউচ্চ পাহাড়, বিস্তৃত দিগন্ত ছুঁয়ে সবুজ ঐশ্বর্য
এতো চিরদিনের সৌন্দর্যময় প্রেমের গভীর নিঃশ্বাস!
আড়ি পেতে দেখো;
দৃশ্যের গভীরতায় আটকে আছে
কত সাবলীল ভোর!
নেশা ধরা দুপুরের নিদ্রাময় আয়োজন!
হেমন্তের গাঢ় জ্যোৎস্না মেখে মায়াবী রাতের ব্যাকুলতা।


তাই এখনও অভিমানী মেঘ
শব্দের দ্বার ছুঁয়ে ঝরে অবলীলায়!
তুমি এলিয়েছিলে দরজার কপাট;
আমি তাতে ধূপ হয়ে জ্বলেছি!
পথিক তুমি কখনই জানতে পারনি
তার পূর্ণিমার ঘ্রাণ।


যা তোমার কাছে ছিলো অপ্রাসঙ্গিক অস্থির!
সে ছিলো আমার প্রত্যয় প্রত্যাশার আহ্বান;
আমার আগামীকাল।