রতিশাস্ত্র মুখস্ত করেছি, লোভ-পিপাসার তরিকা রপ্ত করেছি
কিন্তু মানুষ হবার ইতিহাস কিংবা ব্যাকরণ শিখিনি
তাই ভেতরের কঙ্কালটি বারবার সভ্যতার নাগপাশ কাটিয়ে
প্রতিদিন আহারে চায় এক-একটা সোহাগী
আমার ভেতরের কদর্য ঢিবিতে এতোটাই মোহন প্রহসন জমেছে যে
কচি মাংসের গন্ধে আমি নান্দনিক ধ্বংসের দিকে
ক্রমাগত ক্ষমতাধর হয়ে উঠি।


সময়ের মহা-সড়কে পুঁতে রাখি শবদেহ জীবন্ত আত্মার
যাদের অনুভবে শরীর মনের কোষে কোষে উষ্ণ সুঁড়সুঁড়ি জাগে
আমার লোলোপ দৃষ্টি জুড়ায় দীঘলদেহী পুরুষালি আবহ
আর এভাবেই মৃত্যুর নীরবতা ছুঁয়ে কুড়াই সঞ্জীবনী শক্তি
যতই বলো সভ্যতার ফালিতে জন্মেছে
সংগুপ্ত বিষবৃক্ষ,ঘুণপোকা,আমি ততই হই শক্তিশালী
ছড়াই কালো বীজের উচ্ছ্বাস।