তোমার জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটে কুন্ডুলীতে
যতই অদৃশ্য চুম্বন আঁক
কাব্যফুলের গন্ধে মাতাল আমি কিছুতেই জাগবোনা।
নিজেকে অন্ধ করেছি শুধুমাত্র কাব্যের জরায়ুতে ফসলের
অধিকার স্থাপন করবো বলে
আমি ফলবতী হতে চাই!
আমার ভেতর জন্ম হোক প্রত্যাশার আগুন,
শত-শত রহস্যের ঢেউ ডিঙিয়ে রোদের চিবুকে এঁকে যাবোই
একটি সাজানো পাঠশালা।
যেখানে তোমার মাঝে অসংখ্য মৃত্যু জন্মেছে,সেখানে
অঙ্কুরোদগমে আশাবাদী আমি শতাব্দীর জানালায়
পুঁতে যাবো আগামির বীজের উচ্ছ্বাস।