তোমার চোখের দিকে তাকালে
দেখতে পাই.........
সময়ের আলপথ ছুঁয়ে
অহরহ কাদামাটি মাখা ভ্রূণের সৃষ্টি হচ্ছে
যখন জ্যোৎস্না এসে পড়লো গাছের গায়ে
মনে হলো......
কাঠঠোকরা জাগতিক মোহ নিয়েএখনও জেগে আছে
নিজস্ব চেতনায়।


তোমার চোখের দিকে তাকালে কখনও দেখতে পাই
বাড়িটির দেয়াল ঘেষে বেশ কিছু আঙ্গুলের ছাপ
অথচ ভেতরবাড়িতে কোন লোকজ শ্বাস নেই
চারদিক যেনো কুয়াশাঘেরা!
ওরা রহস্যের তলপেটে ক্রমাগত অস্রপ্রচার করে
সম্ভাবনার পথে নিজের পরিচয় লুকিয়ে কুয়াশার মতো
আবছা ধোঁয়াশায় রূপ নিয়েছে।


তোমার চোখের চারপাশ জুড়ে ওই যে কালো রঙ
ওখানটায় কি অন্যমনস্ক হয়ে সমস্ত মাধুর্যেরা আত্মহত্যা করেছে?
অথচ যতবার আমি ওই চোখে তাকাই
ততবার দেখি ঘন ঘন ভ্রূণের জন্ম হচ্ছে
আমি কি তবে প্রতিটা জন্মের ভেতর এক একটা গভীর রহস্যকে
ধুয়াশায় রূপ নিতে দেখেছি?
আহা! একবার যদি তোমার চোখের ভেতর যেতে পারতাম!!
ওই রহস্যঘেরা চোখের ভিতর!!