আমাকে চিনতে পারনি, আমি সেই অঙ্গীকার...............
যার বুকে লেখা আছে
সূর্যোদয় আর গোধূলির ইতিকথা, যেখানে রক্তঝরা একুশ কথা বলে।
এই বুকে জমা আছে বাংলার অলিগলি, রাজপথে ভেজা চোখ, মায়ের অশ্রুকণা
আমি তোমাদেরই কেউ, মায়ের মধুর বর্ণমালা নিয়ে
আমি ষড়ঋতুর মাঝে খুঁজি নরম কোমল স্বরলিপির আগত সম্ভাবনা।
আমাকে এখনও চিনতে পারছনা?
আমি সেই একুশের ইতিহাস
যে কি-না তোমাদের দিয়েছে
মা-কে মা ডাকার অঙ্গীকার, দিয়েছে অঙ্গীকার ভালোবেসে রোদের গন্ধ মেখে কিংবা
শিশিরের ফুল ছুঁয়ে সোনালি সকালকে হাতছানি দেবার।
আমার বুকে পিঠে যাদের রক্ত লেপ্টে আছে
ওরা এখনও অপেক্ষায়............
বাংলার অনাগত সন্তানের গায়ে ব্যাধি কিংবা হতাশার পরিবর্তে
আছড়ে পড়ুক আগামীর সুপ্রভাত।
আমি সেই অঙ্গীকার
যে-কিনা রাত্রির গর্ভে পুঁতে রেখেছিলো দিনের ইশতেহার
আমি সেই অঙ্গীকার...........
যে-কিনা প্রকৃতির বাদামী ওষ্ঠে একআকাশ উৎসব রেখে গিয়েছে
কেবল তোমরা যেন প্রতিটা বুকে ছন্দের নৈবেদ্য অর্পণ করে
তৃষিত মাটির বুকে জন্মাতে দাও
           এক- একটি ভালবাসার চারা!!