তুমি যাবে আমার সাথে
যাবে কি আমার গাঁয়ে,
যেথায় পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে
রাস্তাগুলো একে বেকে,
চলছে অদুর গাঁয়ে।
ও ভাই ভয় পেয়ো না গো
সেথায় রয়েছে গরুর ঘাড়ি,
তাতে চরে দিবে তুমি গাঁয়ের রাঁস্তাপারি,
যতোদূর মন চায়।
কিছুদুর  এগুলে দেখিবে কাঁশবন
তোমায় দেখে হবে তারা ব্যাকুলন
জানাইতে তোমাকে আমন্ত্রণ।
কিছুদুর এগুলেই যাবে তুমি টের পেয়ে,
ককিলেরা ধরেছে গান,
তোমার আসার আওয়াজ পেয়ে।
আরো কিছুদুর এগুলেই দেখবে তুমি চেয়ে
সারি সারি গাছ দাড়িয়ে আছে,
যেন তোমার পথ চেয়ে।
একটু এগিয়ে দেখিবে আমার গাঁ
তুমি বলিয়া উঠিবে,
যা কল্পনায় দেখেছি আগে,আজ বাস্তবে দেখিলাম তা।