দিনে দিনে আজ পার হতে চল্লো বসন্ত
শীতের সেই কুনকুনে রিক্ততা কাটেনি আজও
চারিদিকে
এ যেন এক আশ্চর্যকর বসন্ত
মহুয়া বনে ডাকিতেছে পাখি
ফুল ফুটেছেও  গোটা কয়েকটা  …..
আমি শুধু নয়ন মেলে চেয়ে আছি
আর মনে মনে হাসছি ….
কিন্তু এই ফাগুনের মুহুর্তটা অতি অল্প
হয়তো ভাবতে পারো আমি বলিতেছি গল্প ….
তবে দেখে প্রকৃতির নব নব এই প্রাণ
ফুটেছে কেন আমের মুকুল
এগুলো দেখে আমার মন হয়েছে কতোনা বাক্যুল
আজ এই দিনে ওগো সখা
তুমি করেছ কি অভিমান?
প্রতিটা আম্রপল্লবে আমি খুঁজি শুধু তোমাকে
কিন্তু নাগাল পাইনা.. ….
এ যে বড়ই দুঃসাধ্য …
হে সখা…… কেন চলে গেলে একা রেখে আমাকে?
রিক্ত হস্তে আজ আমি চলছি দিগন্তের পথে,
সখা ….. তোমাকেই পড়ে মনে
পারিনি ভূলতে কোনমতে।।