এখানে কেজি দরে ভালোবাসা বিক্রি হয়,
যার যার লাগবে,এসো ; কালক্ষেপণ নয়।
নয় সংকোচ-লাজ;এসো,লাইনে দাঁড়াও
আগে এলে আগে পাবে,হেন ঝুড়ি ভরে নাও।
মাতৃ স্নেহ, পিতৃ শাসন; ভায়ের ঝাড়ি-
ভগ্নির সহমর্মিতা হেথা কাড়ি কাড়ি।
কে অনাথ,কে বিরহি; স্বল্প মূল্যে পাবে
আজ যোগ দাও সবে এই প্রেম উৎসবে।
ভেজালের এ দুনিয়ায় নির্ভেজাল মাল,
খুঁজে পাওয়াটাই হয়েছে যে এখন কাল।
স্বর্গীয় প্রেম দিয়েছে আজ গলায় দড়ি,
ভণ্ড প্রেমের চারিদিকে কতো ছড়াছড়ি।
ক্ষণিকের চেনাজানা,ক্ষণিকের ভাব মিল;
ভাবাবেগে অম্বরে ডানা ঝাঁপটায় চিল।
এখানে খাঁটি স্নেহ প্রেম পয়দা করা হয়,
যার যার লাগবে,এসো; কালক্ষেপণ নয়।।


২৬ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ
ময়মনসিংহ