যারে আমি ভালবাসি; সে এখন গর্ভবতী
সন্তানের জননী হবে-সে কতো ভাগ্যবতী।
ছোট্ট একটি শিশু আসবে তার ক্রোড় জুড়ে,
নিতি বিচরণ করবে বাড়ির অন্তঃপুরে।
আলোকময় হয়ে ওঠবে তার সংসার,
তার ওপর বর্তাবে গৃহকর্ম,শত ভার।
সন্তানেরে গড়ে তোলা, প্রাণনাথে দেখভাল;
গুরুজনে পরিচর্যা,আরো কতো মায়াজাল।
প্রাচুর্যে সুখে কাটবে দিন তার হেসেখেলে,
আয়োজন অফুরান সেথা মোমবাতি জ্বেলে।


আমার দিবানিশি কোনক্রমে যাবে যে কেটে,
তারে ভেবে; ঘুমঘোরে নানা স্মৃতিকথা ঘেঁটে।
আমায় জেঁকে ধরবে অনুভূতি কতো শত,
হৃদয় ক্ষত বিক্ষত-হয়ে যাবে যে আহত।
আমার কী করার যদি অদৃষ্টের লিখন,
নিষ্ক্রিয় দর্শক, করি সকল অবলোকন।
যারে আমি মনপ্রাণ করলাম সম্প্রদান,
বিনিময়ে সে আমায় দিল যোগ্য প্রতিদান।


২৮ চৈত্র ১৪১৭ বঙ্গাব্দ
ভালুকা সদর, ময়মনসিংহ