তটিনীর তটে জেগে ওঠে কাশফুল,
অন্তরীক্ষে বলাহক ছুটাছুটি করে;
হাওয়ায় দোল খেয়ে দ্রবীভূত কূল
জলে আর মৃত্তিকায় প্রেমানন্দে মরে ।
মৃদু হেঁটে তরুণীরা পাশ দিয়ে চলে
শুভ্র এ জান্নাতে অনাবিল আবাহন,
জগতের যতো বুলি সুনয়না বলে
চিত্তের নৈরাশ্য হয়ে যায় বিমোচন ।


কদাচিৎ পাল তুলে ভেসে যায় তরী
মনোরম পরিবেশে অর্বাচীন টান,
দিন শেষে নেমে আসে শান্ত বিভাবরী
মোহময় অনুভূতি হয় অবসান ।
প্রকৃতির ভাব লীলা উত্তম স্ফুরণ,
যতই হেরি হয়না কভু বিস্মরণ ।


৯ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।