আমার বন্ধু থাকে ভাটির দেশে
ব্রহ্মপুত্রের পাশে,
তার সাথে হবে দেখা
বৈশাখ মাসের শেষে।
ঐ নদের জলে প্রাণ বন্ধুর মুখছবি ভাসে,
আমায় দেখে প্রাণের বন্ধু মৃদু হাসে।
তারে কত ভালোবাসি,
কেমনে বলি কাছে আসি-
ঘোলা জলে ছবি তার আবার যায় মিশে।
ঐ নদের পাড়ে প্রাণ বন্ধুর বাড়ি,
তরণী বিনে কেমনে ফিরি।
বন্ধু বসে নদের পাড়ে,
আমার পানে চায় ফিরে-
প্রজাপতি ওড়ে দেখি প্রাণ বন্ধুর কেশে।
আকাশেতে রাতে যবে তারা ওঠে,
বসে থাকি বন্ধুর লাগি একা নদের ঘাটে।
ভুইল না রে প্রাণের বন্ধু,
পার হব গো অথৈ সিন্ধু-
তোমার জন্য করব বরণ মরণ যদি আসে।


৮ অক্টোবর ২০০৮ খ্রিস্টাব্দ