মনে বড়ো বাসনা যাব বঁধূর বাড়ি,
তার সাথে বলবো কথা সারা শর্বরী ।
তার হাতে হাত রেখে, কোলে রেখে মাথা;
মন চায় ঘোচাতে মনের বিষণ্ণতা ।
একখানি বেহালা হাতে চলতে পথে
মন চায় আলস্যে মায়া সুর তুলতে ।
মন চায় বঁধূর সাথে করি সখ্যতা,
ভাঙবেনা কভু যা সয়েও শত ব্যথা ।
মন চায় এক সাথে থাক দুটি প্রাণ,
নিরবধি গাব মোরা বিজয়ের গান ।
মন চায় তারে নিয়ে হই পরবাসী,
আপনার আলয়ে আর না ফিরে আসি ।


মনপ্রাণ সঁপে দিয়ে চাই যারে কাছে,
সে যেন আলেয়া- ঘুরি বৃথাই পিছে ।
আমি যদি চাই তারে, সে করে মান;
সে বুঝি চায় এই প্রেমের অবসান ।
যে মালা হয়েছে গাঁথা, খুলব কী করে!
ভুলবনা কভু তারে যদি যাই মরে ।


২ আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ