আমি বিষ, সর্বজন স্বীকৃত বিষয়;
কথায় নয়, কাজেই মোর পরিচয়।
মোর ব্যবহার ধানক্ষেতে, লাউখেতে;
পেপে, শশা, ঝিঙ্গের ভালো ফলন পেতে।
করলা, পটল সহ যত ফু্ল, ফল;
মোর ব্যবহারে সকল হয় নির্মল।
কীট নাশ করি বলেই কীটনাশক,
চাষি সহ সকলের আমি বিদূষক।
মরে যেতে চায় যদি কোন নারী নর;
আমি তবে হয়ে যাই শ্রেয় অনুচর।
মোর শুরা পানে যেন স্বর্গ সুখ পায়,
দুনিয়ার জঞ্জালতা সাধ চলে যায়।
অধুনা চলছে মোর চরম দুর্দিন,
ভেজালে সেই আবেদন হয়েছে ক্ষীণ।
আমার ব্যবহারে নেই ঠিক সুফল,
কর্মক্ষম প্রবণতা হয়েছে দুর্বল।
কেও ঠিক মরে না এখন সুধা খেলে,
করে সদা দোষারোপ ক্ষোভে বাহুবলে।
পারিনা সইতে আর এত অপমান,
ফিরে পেতে চাই আজ হারানো সম্মান।।


২৬ আশ্বিন ১৪১৯ বঙ্গাব্দ