কোথাও মানুষ নেই- সব স্বার্থপর,
রক্তলোলুপ পিশাচ, পাষণ্ড, বর্বর;
ভূইঁফোড়, অর্থলোভী, পরশ্রীকাতর,
উগ্র, গোঁড়া, ভ্যাগাবন্ড, উন্মাদ, ইতর;
দুর্নীতিবাজ, লুটেরা, দুর্ধর্ষ সন্ত্রাসী,
সুদখোর, ঘুষখোর, খুনি- সর্বগ্রাসী।
পুরুষেরা যেন সব লম্পট, কামুক;
নারীর অধর খুবলাতে উৎসুক।
চোখের নজর বড়ো উদ্ধত বেয়াড়া,
রমণীরে ভোগবারে জন্মে যেন তারা।
আচ্ছাদন খুলে ফেলে লেগে যায় কাজে,
খুঁজে ফেরে ছন্দ, তাল প্রতি ভাঁজে ভাঁজে।
রমণীরা সব যেন দেহ পসারিণী,
অর্ধনগ্ন বাইজির ন্যায় কাঁপায় ধরণী।
অপরূপ সাজসজ্জা- লোভাতুর মন,
হাজারো জনের প্রতি মোহ- আকর্ষণ।
ধরিত্রী পেছনে তার- চাহনি প্রখর;
নারীর অন্তর বিধাতার অগোচর।


৩০ পৌষ ১৪২১ বঙ্গাব্দ
ময়মনসিংহ।