বন্ধুরা সব কোথায় গেলি
আমারে আজ একলা ফেলি!
ভালোবাসা দিয়েও আবার
করলি কেন খামখেয়ালি?
হেসে খেলে তোহাদের সনে,
ঘুরে গহীন বিজন বনে;
সাঙ্গ হলো সময় যে কত
দূর দিগন্তে নয়ন মেলি!
চপলতায় লাগিয়ে কায়া,
বাড়িয়েছি কেবলই মায়া;
গাঙের জলে তরুর ছায়া
হেথাহোথা লুকোচুরি খেলি।
দিনকে দিন রাতকে রাত,
ঊষা-বিকেল নেই তফাত;
ছিলনা তো ঘাত-প্রতিঘাত
দুঃসময়ের ভয়ের রেলি।
সহসা কেন ভুললি মোরে,
এলি না কেন আমার দ্বারে?
ডেকে নিলি না জলসা ঘরে
হাতে দিলি না জবা-চামেলি?
এই কি তোদের বিধিনীতি!
কেমনে ভুললি প্রেমস্মৃতি?
বড়ই বিস্ময় বসুমতী;
আমায় শুধু শোকে কাঁদালি।


১৭/১২/১০ খ্রিস্টাব্দ
৩ পৌষ ১৪১৫ বঙ্গাব্দ