কথা ছিল বিজন বনে,
দেখা হবে সখির সনে।
কিন্তু মোর পুড়া কপাল,
কেটে গেল সারা সকাল-
আসিনি সখির স্মরণে।
শাওন মাসে ভরা নদী,
পরান কাঁদে নিরবধি।
কাননের সকল ফুল,
আত্মক্ষোভে হয় ব্যকুল।
ঝরে মেশে হায় প্লাবণে।
বৃক্ষে জড়ানো গুল্ম-লতা,
যাচে সমাদর সঙ্গতা।
বিচ্যুত ফল যত থাকে,
পরে রয় নদীর বাঁকে।
তুলবে বলে প্রিয়জনে?


সে আসবে পথের ধারে,
মুগ্ধ চোখে দেখব তারে।
কত কথাই কব বসে,
সেও বলবে মৃদু হেসে।
ভয়ভীতি রবে না মনে।
প্রাণেতে প্রাণ বাঁধা রবে,
সতত পাব অনুভবে।
ভব নদীর এল স্রোতে,
ভেসে যাব একই সাথে।
হারাব না গর্জনে।
মনের কথা মনে থাকে,
বাগদান কেউ কি রাখে?
দাঁড়িয়ে থাকি বনে একা,
মেলে না যে সখির দেখা।
কাটল দিন ক্ষণ গুণে ।


৩০/০৭/২০০৯ খ্রিস্টাব্দ
১৫ শ্রাবণ ১৪১৬ বঙ্গাব্দ