আকাশে ডাকছে হেন গুড়ু গুড়ু মেঘ,
কখনো সখনো বিদ্যুৎ চমকায়;
প্রবল বাতাসে কেঁপে উঠছে ধরণী
গাছের শুকনো পাতা ঝরে রাস্তায়।
নামছে বৃষ্টি! দৌড়ে বাইরে আসি,
দাঁড়াই পথের ধারে এই অবেলায়;
কোথাও মানুষ নেই-পথঘাট ফাঁকা
অজানা আবেশে মন কোথায় হারায়?


ওগো তুমি কি আসবে এই সন্ধ্যায়?
ভিজবে আমার সাথে এই বৃষ্টিতে?
দু’জনে হারিয়ে যাব দূর অজানায়
হেসেখেলে, নেচেগেয়ে; হাত রেখে হাতে!
অঝোরে বৃষ্টি পড়ে আসমান চিরে,
একলা দাঁড়িয়ে থাকি পথের কিনারে!