একদা লাগিল জলের পিপাসা
প্রাণ বুঝি আজ যায়,
কোথাও নাই তো একফোঁটা জল
করিবে সে কী উপায়?
জলের চরম পিপাসা লাগিছে
বক্ষের ছাতি ফাটে,
চারিদিকে করিতেছে ছোটাছুটি
তবুও না জল জোটে ।
অদূরে শায়িত কোনো এক বাছা
দৌড়ে নিকটে আসে,
আহা সে যে এক আর্ত-পীড়িত
মরিছে জল পিপাসে।
আবার ছুটিল জলের তালাশে
যদি সন্ধান পায়,
বাঁচিয়া উঠিবে দুইখানি প্রাণ
কাহারো সহায়তায়?
একটি সানকি ছিল পথপ’রে,
সামান্য জল আছে;
বড়জোর বাঁচিবে একটি প্রাণ
আনিল বাছার কাছে।
বলিল অভাগা, “ওহে বাছাধন,
জল পান করো তুমি;
তুমি মুমূর্ষু- বাঁচিয়া উঠিবে
এই অমৃত চুমি।”
আর্ত বলিল, “কেমনে বলিছ?
ভুলিয়া গিয়াছ আপনার কথা?
আপনি মরিয়া অপরে বাঁচাও
এ কেমন বাতুলতা?”
অভাগা বলিল, “একদা আমারে
দিয়াছিলে প্রাণ, তাই;
সে ঋণ শুধিব এ নিদানকালে
যদি সে সুযোগ পাই।”