এ কেমন গোধূলী, সান্ধ্য মিতালী
অচেনা অচেনা আভরণ,
এ কেমন শূণ্যতা, হাহাকার নীরবতা
বিষন্ন বিষন্ন আবেদন।
পশ্চিম আকাশ লালভ আবীরে
রাঙানো ঠিকই আছে,
মনের আকাশের রঙের তুলিটা
ব্যথায় শুকিয়ে গেছে।।
এখনও বিকেল হাওয়ায় হিমেল
নাচে লতা, দোলে বন,
শান্তি - স্বস্তি নাহি খুঁজে পাই
কেমনে জুড়ায় ক্ষত মন।
নীড়ে ফেরা পাখীর কিচিমিচি রব
ঠিক আছে অবিকল,
মানুষেরা সবে ঝিমিয়ে পড়েছে
নাহি কোন কোলাহল।।
দূর আকাশে দু:খের আবেশে
তারাগুলো দিশেহারা,
চাঁদের জোছনায় বেদনার ছায়া
বিষাদে স্নিগ্ধতা হারা।
চারিদিকে শুধু মৃত্যুর মিছিল
শোকে শোকে আহজারী,
ক্ষণেক্ষণে শুনি ''আল্লাহু আকবর''
কেউ বলে,''বোল হরি"।।
================