সাধারনে কহে ক্ষণকাল রহে সময় বর্তমান,
অতীতেরে রেখে আগামীর পথে চিরকাল বহমান।
ঘড়ির কাঁটায় টিক টিক করে অধুনা অতীতে ধায়,
চলিতে চলিতে চলমান রয়ে আগামীতে চলে যায়।
কালিকে যা ছিল চলমান আজিকেও তা রয়েছে সমান,
আজিকার ক্ষণ বয়ে চলে হয় আগামীর বর্তমান।
অতীত, বর্তমান,ভবিষ্যৎ নামে সময়ের হল হাল,
স্থায়ীরূপে তবে ক্রিয়াশীল হয় বর্তমান সর্বকাল।                                                                  
ত্রিস্তরে সময় ত্রিকাল বটে বিসংবাদ কভু নয়,                                                                    
বর্তমানে কাজে ব্যস্ত রেখে হয় আগামী আনন্দময়।                                                                        
অতীত মানে অবশ রজনী, আগামী এক অবয়ব,
বর্তমান মাঝে সক্রিয় রহে সফল আগামীর রব।
কদর বেশী আজকের সাথীর ,কাজ যাহা করবার,
বর্তমান তাই আদুরে সবার, সময় শত ভরসার ।  
অতীতের সব শোক স্মৃতি ধূয়ে বর্তমানে ধর হাল,
আগ্রহ ভরে প্রত্যাশায় গড় নুতন আগামীকাল।                                                                            
                =========