আজ বসন্ত,
জীর্ণতা মুছে, রুক্ষতা মুছে
শুকনো পাতার হাহাকার ক্ষত চেপে
জেগেছে পোড়া মন ,
জেগেছে থমকে যাওয়া জীবন,
আজি  বসন্তে, দখিনা হাওয়ায়
প্রেমাতুর সজীবতার মরমী আলিঙ্গন।


আজ বসন্ত,
রিক্ত বেশে, হৃত যৌবনা বৃদ্ধার মতো
পাতাঝরা বৃক্ষরাজির
নব যৌবনা উন্মাদনায় নব জাগরণ,
আজি বসন্তে, সমস্ত হৃদয়জুড়ে
অজানা প্রত্যাশার চঞ্চল কোলাহলে
এক ব্যাকুল শিহরণ।


আজ বসন্ত,
শুকনো মাটির বুক ফেটে গজে ওঠা
মসৃণ ঘাস, মৃদু হওয়ার দোলা,
পাতায় পাতায় গোলাপী আলোর নাচন ,
আজি বসন্তে,  নানা রঙে নানা ফুলে,
কচি পাতার ঘ্রাণে, দিকে দিকে
ছড়ায় সবুজের স্নিগ্ধ  আমন্ত্রণ।


আজ বসন্ত,
শেষ বিকেলে আকাশের সাতরঙে
ভেসে, সন্ধ্যাতারা ছুঁয়ে যায়
গোধূলির আঁধারি আবরণ,  
আজি বসন্তে, লক্ষ তারার মেলায়,
জোৎস্নার স্নানে কবিতায় মিটিমিটি জ্বলে
উদাসীন জোনাকির মন।
=============