অনর্থক পিছে লেগে থাকা
এক উদ্ভট, বিদঘুটে মানসিক ধাত।
এরূপ নষ্ট ধাঁচের, নিকৃষ্ট
কিছু মানুষ আছে,
অনর্থক পিছে লেগে থাকে,
কারনে বা অকারণে, মিছিমিছি।


অথচ কোন মেলবন্ধন নেই,
নেই কোন যোগাযোগ হরদম,
আলাপন অহরহ অথবা
নেই কোন ঘন আনাগোনা।
নেই কোন দায়, নেই কোন দেনা
বিবাদের লেশ নেই, নেই কিছু মানা
কোন্ আশে লেগে থাকে অনর্থক,
কিছু নেই জানা ।


নির্ভরতার ভরসার কোন ধাঁধা,
প্রতিশ্রুতির নিরাশ কোন ব্যত্যয় নেই,
অথবা যাচিত বা অযাচিত
কোন‌ প্রত্যাখ্যান নেই।
বিশ্বাস করুন কোন অপরাধ নেই
কোন  প্রেম নেই, বিরহ নেই,
কোন অহেতুক খুনসুটি নেই।
অব্যক্ত কামনা নেই,
অগত্যা কোন আকাঙ্ক্ষা নেই।


তবুও অপরাধী হয়ে
অতি কষ্টে,
কোন কিছুতে ভ্রূক্ষেপ না করে,
ধৈর্য আর অধৈর্যৈর
তুমুল লড়াইয়ে জিতে
মৌনতায় আলিঙ্গন করতে হয়।
অপ্রত্যাশিত অনাচারে
অবিচারের পাহাড় গড়ে তুলে সামনে ওরা।
অপরাধী করে বিচারের কাঠগড়ায়
দাঁড় করিয়ে দেয় অবলীলায়।


তারা ভুলে যায় ,
অন্যায়ে - অবহেলায়, কত অপরাধে
পার পেয়ে যাওয়া।
তারা ভুলে যায়,
ভিত্তিহীন অথচ নিঃস্বার্থ ভালোলাগা,
একদম একরোখা।
তারা ভুলে যায়,
তেলহীন কূপি জ্বল জ্বল করে
জ্বালিয়ে রাখার অকৃত্রিম উদারতা।
তারা ভুলে যায়,
বিফল অস্থির দিন অবশেষে,
অপরাধে জমা কালোমেঘ ঘেঁষে,
সূর্যের উষ্ণ আলোর খানিক আশায়
মমতার কুয়াশায় আগলে রাখা।


হায়! এত কৃতঘ্ন !
কী বিশ্রী ! কী কলুষিত তারা!
দিনশেষে সব ধরা পড়ে চুরি,
ধীরে ধীরে থামে সব আহাজারি,
অপরাধ তেজে উঠে ধরে তরবারি,
নিলজ্জ অপরাধী তারা,
তবু করে চাটুকারী।


তাদের না আছে কোন বংশ পরিচয়,
তাদের পরশে কেবল হয় অবক্ষয়,
বৌদ্ধ খ্রিস্টান আর হিন্দু মুসলমান,
সকল  বলয়ে তাদের তুচ্ছ সম জ্ঞান।
মানুষ কে বলে তাদের? নেই কোন জাত,
মানুষে মানুষে শুধু বাঁধায় সংঘাত।
নিয়মিত ভান ধরে করে উপাসনা
কাজ শুধু ঠকবাজি আর প্রতারনা।
অপরের সুখে তাদের অসুখ বাড়ে
পরিশেষে ক্ষতিটা নিজের করে।
এমন মানুষ রূপ বড় বিষধর
নিমেষেই ভাঙ্গে তারা শান্তির ঘর
আপন ভাবে যে,তারে করে পর
নিরাপদ দূরে থাক তাদের নজর।
হে বিধাতা ! রক্ষা নয়, শুধু প্রার্থনা
তাদের সুমতি হোক, শুভ কামনা।
=================