বীরভূমে এক সিদ্ধ তীর্থ মন্দির তারাপীঠ,
লভিলেন বামা সিদ্ধি সেথা সাধনার তান্ত্রিক।


সহজ সরল জীবন যাপন
বড়ই আপনভোলা,
"জয় তারা" নামে ব্যাকুল মনে
ভীষণ আনন্দ দোলা।।


প্রথাগত বিদ্যা চর্চায় কভু নহে আয়োজন,
মিষ্টি কন্ঠে মধুর গানে জুড়ায় অধীর মন।


কর্মে ভক্তি ধর্মে নিষ্ঠা
মরমে অন্তর্যামী,
তারা মায়ের সাধন ভজনে
ক্ষণে ক্ষণে ক্ষেপামী।।


কতদিকে কত কাজ নিল সবি গৃহের কারনে,
বিভোর বেহুঁশ থাকে যে সদা তারার চরণে।


ধর্ম কভু নহে আড়ম্বর,
বামার চেতনা গভীর
মায়ার জয়ে মায়ের কৃপা
হরিনাম পথ মুক্তির।


মন্ত্র নাই তন্ত্র নাই সম্বল ভক্তি জ্ঞান,
সর্বভূতে বামাক্ষেপার সিদ্ধি জয়গান।।


=============