অসময়ে করা ভুলের ব্যাথা
খুলে দেয় আগামীর পথ,
নুতন দিনের আশার সাথে
প্রাণে জাগে আলোর শপথ।


ভুলের আকাশ নীল হয়ে থাক
ব্যাথার হাওয়া হোক অনুকূল,
মেঘের সাথে উড়ে উড়ে যাক
ভুলে করা ভুলের মাশুল।


মনের অসুখ যতই বাড়ুক
স্বপ্নের মৃদু ছায়া ঘিরে,
কঠিন পথে একলা চলে
যেতে হবে অনেক দুরে।


আঁধার কেটে রাত ভোর হলে
নুতন স্বপ্ন পাখা মেলে,
আশার পথে আলোক ছড়ায়
দ্বীপ শিখা জ্বল জ্বল জ্বলে।
==============