বেশ ক্ষুব্ধ হয়েছিলে সেদিন
কারণ, সংযত হতে বলেছিলাম!
ভাষা বুঝনি অথবা
আড়াল করতে চেয়েছ
বোঝা-নাবোঝা সবটুকু।


অনুভূতিগুলো ঠিক ঠিক পরখ
করেছে ওরা, আচরণে গোপনে,
নি:শব্দে বয়ে চলা,
সত্যের ঠিক উল্টো পিঠে বসে
সহজে পারি দিবে বলে
যেভাবে খুশী, হাঁটু জলে চলা।


মায়াবী মোড়ে আনমনা
আচমকা ফাগুন,
চাঁদের ইশারায় পূর্ণিমার
গায়েবী গ্রহন।
চোখের সলাজ সীমানা পেরিয়ে
চঞ্চল বাতাসের গায়ে,
দিনে রাতে বহুকষ্টে,বহুদূরে
ঠোঁট বাঁকিয়ে হালকা হাসির তীরে
ছুড়ে দেয়া হৃদয়ের স্পন্দন।


এতো বুঝে আর কাজ নেই
ভালবাসা জুড়ে অবিনয়ী দর কষাকষি,
এ নির্লিপ্ততা নাকী উদারতা,
নাকী বিষাকত গ্রাসে অসহায় নীরবতা।
এ চালাকি নয়, বুদ্ধিমত্তা নয়,
বোকার মত হেরে যাওয়া নয়,
ব্যর্থতার হতাশায় ডুবে যাওয়া নয়,
কেবল ডুবসাতারু হয়ে কিছুটা আঁচ করা,
তোমার পূর্ণতার কামনায়
অসম্পূর্ণতায়  আলিঙ্গন করা।
===============