একটি চিন্তা একটি চেতনা দেশপ্রেম তার নাম,
একটি সত্তায় জাগ্রত সবে শুরু করে সংগ্রাম।
একটি মাত্র পাক ষড়যন্ত্র পাক গোঁড়ামি স্বার্থ
রাষ্ট্রভাষা বাংলা করিতে আন্দোলন দিবারাত্র।
ভাষার লাগিয়া জীবন দিয়া মান রাখিল বটে,
পাকশাসনে শোষন বাড়িল বাংলার জীবনপটে।
কুচক্রীদের নিপীড়নে যবে অতিষ্ট জনজীবন,
প্রতিরোধের বীজ বুনিল রুখিতে পাক শোষন।
স্বৈরতন্ত্রের নীলনক্শা যতই চলিল বেড়ে,
প্রতিবাদ তেজে বিক্ষোভ হয় বিদ্রোহী সংগ্রামী সুরে।
একটি শোষন নীতির জেরে বাংলায় আলোড়ন,
একটি ক্ষোভের জবাব রচিতে বেগবান আন্দোলন ।
দিনে দিনে শোষন যবে সীমাহীন,
পাক শাসনে আস্থা বিলীন।
বঙ্গেরে ঠকাতে বঙ্গ ঠেকাল,
পাক হিসেবে গঢ়মিল হল।।
অনাস্থার জেরে আস্থা আসিল,
প্রেমের কারনে ভাবনা।
ভাটার টানে জোয়ার আসিল,
সাধ নিয়ে তাই সাধনা।।
একটি ঊনসত্তর, একটি সত্তর- একটি নির্বাচন
জয়ের নেশায় মাতিল বাংলা, বিজয়ে আলিঙ্গন।
জয়-জোয়ারে যবে দেখে বাধা পাকের হিংস্র মনে,
বীর বাঙ্গালী ঝাপিয়ে পড়িল বিজয় রক্ষার পণে।
একাত্তর এর একটি নেতার একটিই ঘোষনা,
সকলে মিলিয়া জাগাল যুদ্ধের সংগ্রামী চেতনা।
একটি যুদ্ধে একটি বিজয় একটি সূর্য্যরে রেশ,
বঙ্গবন্ধুর দীপ্ত চেতনায় স্বাধীন বাংলাদেশ।