বৈশাখ মাসে গ্রীষ্মের শুরু
বেজায় গরম লাগে,
খাঁ খাঁ করে খরা রোদ্দুর
অস্বস্তি  ভাব জাগে।


গ্রীষ্মের কালে দিনের বেলা
অনেক অনেক দীর্ঘ হয়,
ঘোরাঘুরি আর ছোটাছুটিতে
পাওয়া যায় খানিক সময় ।


দুপুর বেলা পুকুর ঘাটে
গোসলের খুব ত্বরা পড়ে,
এপার ওপার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে
সাঁতার কাটে মজা করে।


মিষ্টি সুবাস উড়ে চারিধারে
নানান রঙের নানা ফুলের,
গাছ গাছালি ফলে ফলে ভরে
দুরন্ত রসালো স্বাদের।


এই সময়ে বাতাস শুস্ক
সূর্যের তাপ খুব প্রখর,
দিনের বেলা চলাফেরা করা
হয়ে উঠে ভারী দুস্কর।


তাপদাহ আর তাপপ্রবাহে
আদ্রতা বেশ কমে যায়,
বারবার ঘামে শরীর ভিজে
ঘন ঘন পিপাসা পায়।


দূর আকাশে মেঘে মেঘে ঘেঁষে
মহা তান্ডব ঘটে,
প্রবল বাতাসে আর বজ্রপাতে
কালবৈশাখী ঝড় উঠে।
============