জানিনা কেন কিছু দিন যেন
মনে মনে একা আনমনা,
তোমাকেই ঘিরে মনের ঘরে
শুধু স্বপ্নের আনাগোনা।
চুপি চুপি কবে বুঝিনি আমি
তোমাকে ভালোবেসেছি,
নীরবেই ভেবে মনের গভীরে
যতনে লুকায়ে রেখেছি।


কখনো গভীর নিবিড় ধ্যানে
তোমাকেই শুধু ভেবেছি,
মনের  কথাটা মনের ভাষায়
গোপনে পৌঁছাতে চেয়েছি।
কখনও নিজেকে ব্যাকুল আবেগে
তোমাতে হারিয়ে ফেলেছি
মুখছবি চেয়ে আকুলতা ঘিরে
আবেশে জড়ায়ে রয়েছি।


কখনও ভেবেছি হয়তো তুমিও
আমার কথাই বসে ভাবছ,
নিজের অজান্তে প্রেমের সাগরে
ডুবে ডুবে তুমি ভাসছ।
সংকোচে তুমি বলতে পারনি
প্রাণ খুলে প্রাণ কথা,
গোপন প্রেমের সেই অভিসার
সহিবে গোপনে ব্যথা।


হঠাৎ সেদিন হাসিমাখা মুখে
দাঁড়ালে যখনি সামনে,
এই মনে হলো মধুক্ষণ এলো
একান্তে সংগোপনে।
না , ওগো না,  চোখে চোখ রেখে
বাড়ালে না হাতে হাত,
ভালোবাসাতে আলো জ্বলল না
আশার আর পোহাল না রাত।


মিষ্টি মুখের নেই দুষ্টু হাসি
জড়ানো মিষ্টি ইশারা,
ভালোবাসা জমে বেদনায় হলো
হৃদয়টা শুকনো সাহারা।
স্বপ্নের যত প্রেম গুঞ্জরন
বাজে মনে গুরু গর্জন,
আশাগুলো সব নিরাশায় নিল
অন্তিম  বিসর্জন!


না হয় না থাক, কোন রূপ চাওয়া
না হয় না হোক, কোন কথা বলা,
ভালোবাসা থাক মনে সংগোপনে
দ্বীপ হয়ে শুধু ক্ষীণ ক্ষীণ জ্বলা।
==================