আত্মিক চেতনা সিক্ত তেজী শিশুকাল,
ধ্যানে জ্ঞানে পরহিতে শক্তিমান হাল।


সত্যে নিত্য নত
অদম্য সাহসী অতি,
সাধু-সন্ন্যাসী সনে
রহে প্রেম প্রীতি।।


সর্বকালে সর্বসেরা মেধার বিকাশ
ধর্মের বিধান বিচার বিহিত নিকাশ।


স্বধর্মে বিশ্ব মানে
মনে প্রাণে পণ,
অসাম্প্রদায়িক মানবতায়
মহতী সাধন।।


বিজ্ঞান চেতনা মধুর জ্ঞানের আধার
অগাধ বিশ্বাসে জপে ঈশ্বর নিরাকার।


ব্রাহ্ম ধারনার জীবন
ব্রহ্মজ্ঞানে রবি,
দূরদর্শী সুক্ষ দৃষ্টি
দর্শন মহাযোগী।।


খন্ড খন্ড সত্য সবি অখন্ড মহান,
বিশ্বালয়ে বিশ্বধর্ম অসম প্রমান।


সন্ন্যাস জীবন সাধে
সন্ন্যাস গ্রহন,
ধর্মের প্রচারে জীবন
স্বাধীন পর্যটন।।


বিশ্ব পরিব্রাজক রূপে বিশ্ব কোলাহল,
সিদ্ধ বেদান্ত প্রচার কার্যত সফল।
===================