হ্যালো , এ্যাক্সকিউজ মি,
ব্যাগটা আপনার?
জী, সিটটা খালি তো তাই।
ও, এটা বোধয় আমার সীট।
তাই? সিট নম্বর?
ডব্লিউ - থারটি সেভেন।
হ্যাঁ ঠিক, বসুন।
কোথায় যাবেন ? রূপগাঁ স্টেশন।
আরে দেবী না, মানে দেবশ্রী রায়।
হ্যাঁ ঠিক , বলেছেন। আপনি ?
মনে করতো ?
হ্যাঁ ......, মনে হয়....., পূজন,
পূজন শেখর চৌধুরী।
একদম।
হায়রে চঞ্চলা দেবী!
কতদিন পর দেখা, তাইনা?


হ্যাঁ পূজন, কেমন আছিস, কি করছিস?
আমার কথা থাক, তুই কেমন আছিস?
রূপগাঁ কেন ? তোর বর ?
ভালো। এড্ দেবব্রত শর্মা।
ওখানেই প্র্যাক্টিস করে,
এডভোকেট দেবু নামেই সবাই জানে।
রূপগাঁতেই থাকি।
এখানে ? অফিসের কাজে।
অফিস? হ্যাঁ, মাষ্টারী।
বেশ ভালো।
থাক, তোর কথা বল।
আর কী বলব। ঢাকায় থাকি, এন জি ওতে আছি।
থাক, মনে পড়ে ? সেই দিনগুলি ?
সেই যে শেষ দেখা,
কলেজের শেষ পরীক্ষার দিন।
জানিস, বিদায় অনুষ্ঠানে
তোর সেই গানটা এখনও মনে পড়ে।
মনে পড়ে কলেজ ক্যান্টিনের আড্ডা,
শিরিশতলা , ওয়ারসেমিট্রি, ফয়েজ লেইক
দলেবলে বা কখনও একা আমরা দুজনে।
সী বীচের সমুদ্র গর্জন
কান্নার শব্দ হয়ে এখনও আমার বুকে বাজে।
জানিস দেবী,
হৃদয়ে এখনও যতনে লালন করে চলেছি
তিলে তিলে সাজানো স্বপ্নগুলো।
হঠাৎ সবকিছু যেন এলোমেলো হয়ে গেল, তাই না?
প্রস্তুত ছিলাম না।
আরে দ্যুৎ, পাগলের মত বকেই চলেছি,
দেবী কিছু ভাবছিস ?
আসলে সব ভাগ্যের পরিহাস,পূজন !
অন্তরে গভীর প্রলয়, বেদনার মহা সমুদ্র
অথচ নিঠুর নিয়তি।
পূজন এসে গেছি, নেমে পড়ব।
হ্যাঁ , মোবাইল নাম্বার,
এই আমার কার্ড, কথা হবে। বাই।
বাই, দেবী।
কত কথা জমা পড়ে আছে জানিস দেবী ?
ব্যাথার চাদরে চাপা পড়ে আছে।
মনে পড়ে ?
বাংলা স্যারের সেই অর্জন -বিসর্জনের গল্প।
অর্জন নিয়ে এগিয়ে চলো বটে,
জেনো বিসর্জন কিন্তু বিয়োগ নয়,
জীবনের পাতায় মিনিমাইজ করে রাখা
একটি অধ্যায়।
দেবী,তুমি আমার বিয়োগ নয়,
বিসর্জন,কেবলি বিসর্জন।
=====================