পৃথিবীর বুকে জড়িয়ে রয়ে
পৃথিবীকে করেছে রিক্ত,
পরিণাম আজ ভয়াবহ ভীষণ
নিদরুণ বেদনাসিক্ত।
নদী-খাল-বিল ভরাট হয়েছে
দালানকোঠার নেশায়,
গভীর সাগরে দিয়েছে হানা
আবিস্কারের আশায়।
বৃক্ষরাজি কেটে কেটে উজার
বনে বনে করুণ হাহাকার,
প্রাণীকূলে হায় নিয়ত নিধন
স্বীকার মনুষ্য হিংসার।
সোনার মাটিকে মনের খুশীতে
আগুনে নিয়েছে পুড়ে,
বিলাসের বিশাল অট্টালিকায়
স্বপ্নের রঙ উড়ে।
ধরনীকে সবে বোবা ভেবে ভেবে
নিয়ত করেছে অবিচার,
যন্ত্রণার কাতর আর্তনাদ কভূ
হয়নি সময় শোনার।
বুঝে বা না বুঝে সতত হয়েছে
নিয়মের ছন্দ পতন,
প্রকৃতির কাছে নেই ঠাঁই আজ
করুণ কোন আবেদন।
প্রানহীন সব স্তব্ধ চারিধার
নিদারুন বেদনায়,
বৈরীতার ফাঁদে প্রকৃতিও কাঁদে
ভয়ানক নিঠুরতায়।
অপরাধ-পাপ আছে যত প্রভূ
ক্ষমা করো শুধু একবার,
আল্লাহ-ঈশ্বর-বুদ্ধ-ষীশু রূপে
তুমিই মলিক বাঁচাবার।
=============