গুরু গুরু ডাকে মেঘ বর্ষার গগণে,
মেঘে মেঘে যায় বেলা আষাঢ়-শ্রাবণে।
সূর্যের উঁকি ঝুঁকি চলে মেঘে আড়ালে,
রুক্ষতা ক্ষরা মোছে জলধারা বাদলে ।
ঝড়ো ঝড়ো সারাদিন অবিরাম ঝড়ছে,
খালবিল মাঠ ঘাট জলে জলে ভরছে ।
দুষ্টু-কিশোর দল কাদা মাঠে খেলছে,
খেয়া বেঁধে দলে দলে জলে বিলে ঘুরছে।
রাতদিন বারিধারা রিনিঝিনি তালে তালে ,
সলাজ শাপলা-পদ্ম দেখা যায় বিলে-ঝিলে।
কদম্ব, কামিনী, কেয়ায় সজ্জিত চারিধার
কেতকী-ঘাসফুল অঙ্গে শোভা বর্ষার।
শুস্কতা হেরে গিয়ে প্রানে জাগে হিল্লোল,
প্রকৃতির জাগরণে জীবনের কলরোল।
====