রিমঝিমঝিম মুষল ধারায়
বর্ষে সারাবেলা,
আকাশজুড়ে হাঁকিয়া ছুটে
কালো মেঘের ভেলা।


খালবিল ভরে কানায় কানায়
জলে জলে থৈ থৈ,
আকুপাকু করে কিশোরের মন
ভিজে ভিজে করে হৈ চৈ।।


দস্যিছেলের দূরন্তপনায়
বাধভাঙ্গা কত উল্লাস,
দলে দলে জলে ডুব সাঁতারে
মেটায় মনের অভিলাষ।


কাদাভরা মাঠে গড়াগড়ি করে
আনন্দের খেলা খেলে,
হাপুস হুপুস ঝাঁপিয়ে পড়ে
খালে বিলে ঘোলা জলে।।


ছলাৎ ছলাৎ জলের শব্দে
ভেসে চড়ে কলার ভেলায়,
ঢেউয়ের তালে ব্যাকুল প্রাণে
ঘুরে ঘুরে গান গায়।


বৈচিত্র্যে ভরা রূপসী বর্ষার
উচ্ছাস কলকল,
বৃষ্টির তালে উচ্ছলে পড়ে
কিশোর প্রাণের হিল্লোল।।


==============