একদা এক শিয়াল চলিল
গভীর বনের ধারে,
হটাৎ দেখিল একটি ছাগল
ছুটিছে পালিয়ে দৌঁড়ে।


শুধাল শিয়াল, ছাগল ভাই!
কৌতুহল তাই জিজ্ঞাসিতে চাই,
কিসের তরে বিব্রত মন
পালিয়ে নিজেকে করিছ গোপন।


ভয়ে জরসর, ছাগল শুধায়
হুকুম বাঁধিতে 'কুকুর যত পায়' ;
বনের প্রাণী সব ছুটিয়া পালায়,
নিজের প্রাণের মায়ায়।


মুচকি হাসিয়া, কহিল শিয়াল
' বনের রাজা খুঁজিছে কুকুর' ;
বোকামীতে বৃথা ছুটিলে, ছাগল!
না করে একটু সবুর।


শুনহে শিয়াল, কহিল ছাগল
কাতর করিয়া স্বর ;
আমি যে ছাগল প্রমান করিতে
লাগিবে অনেক বছর।


==================