জাতিতে জাতিতে অযথা কলহ কোথাও স্বার্থ না রহে,
মানবের তরে মানব হত্যা কভূ মানবের ধর্ম নহে।
একই স্রষ্টার সৃষ্টি মোরা
একই নিয়তে গড়া,
সময়ের সাথে সেবার মাঝে
সুস্থ জীবন ধারা ।।
নিঠুর জুলুমে মানব জখম, হীনমনে যবে হিংস্রতা বশে
ব্যভিচার আর বর্বর রেশে দিশেহারা তবে মানবতা শেষে ।
ধর্মান্ধ সব জঙ্গীর দল
মানুষের করে ক্ষতি,
ধর্মের নামে অধর্ম সাধনে
জীবন হারায় গতি ।।
মানুষ দেখেছে মানুষের মাঝে মানবতার পরাজয় ,
ঘৃণার লজ্জায় করুণ বেদনায় মনুষ্যত্বের অবক্ষয় ।
তান্ডব ত্রাসে মানুষ হয়েছে
দানবের বলিদান ,
হিংসার তরে বিধর্র্মী বিবাদে
মানুষের অকল্যান।।
মসজিদে মন্দিরে নাশকতা আর গীর্জায় নিথর লাশ
বৌদ্ধ প্যাগোডায় ধার্মিকের ভীরে নারকীয় সন্ত্রাস।
ধর্মের নামে হানাহানি যত
ধর্মেরি অপমান ,
ধর্মের সাথে মানুষের মাঝে
মানবতার জয়গান ।।