যেভাবে আমি বেঁচে আছি আজো
তোমাকে হারিয়ে একাকী,
জীবনের চড়া আলোর রোশনাই
সবি আজ দূর স্মৃতি।
সবি আজ দূর স্মৃতি।


ছোট্ট একটি মাটির ঘরে
কতনা স্বপ্ন দেখেছি,
লজ্জাবতী গাছের মতো
সবি তো গুটিয়ে নিয়েছি ।
স্মৃতির টানে পিছু ফিরে দেখি
নিদারুণ অনুভূতি।


আমি নিজের মত নিজের পৃথিবী
নিজেই খুঁজে নিয়েছি,
মনের দেয়ালে জমানো শেত্তলা
মনের আগুনে পুড়েছি।
পথে পথে ঘুরে পথেই থেকে
পথের করেছি আরতি।
=============


================