চারদিকে  চড়া রোদ্দুর
চোখে লাগে,
তবু, দেখা যায় না
অস্বচ্ছতার কলুষ ছেদ করে
ঝিলিক স্বচ্ছতার।


কথা ছিল - হতো কত কথা,
কথা দিয়ে,
তবু, কথা রাখা যায় না
অবিশ্বস্ততার প্রাচীর ভেদ করে
পরম বিস্বস্ততার ।


ভালোবাসা, ভালোবাসা গভীর
ভালো লাগে,
তবু, ভালোবাসা হয় না,
অপ্রাপ্তির সীমানাকে পেরিয়ে
প্রাপ্তির সম সমাহার।


সত্য, সত্য- সততায় ক্লেশ
সত্য বলছি,
তাই,সত্য বলা হয় না
অসত্যের পিছে মিছি মিছি ছুটে
ক্লান্তিটুকু সততার।


সব দাহ ঘুচে দেব বলে
বিশ্বাসের অর্ঘ সাজিয়েছি মনে,
মণিকোঠায় সত্য সততা স্বচ্ছতা।
আশ্চর্য মুগ্ধতায় এই আছি বেশ,
একদিন বুকে নেবো,
ভালোবাসা,দুর্লভ ঝিনুকের মুক্তা।