আজকাল আর দেখা যায় না
বেড়াতে স্বজনের ঘরে,
হৃদয়ের সাথে হৃদয়ের ভাব
ফেসবুক নিয়েছে কেরে।


মমতায় ভরা জীবন সবার
ছিল যে কতই মধুর,
কেন যেন আজ শুধু হাহাকার
ভাব যেন দুর দুর।


বন্ধুরা যবে মিলিত সকলে
মুখোমুখি কত কথা,
আজকাল নেই ভাব বিনিময়
ফেসবুকে নত মাথা।


পরিবারে সবে আনন্দ রবে
কত হত মধুর গল্প,
বন্ধন আজ বড় দূর্বল
যোগাযোগ খুব অল্প।


ঈদ -উৎসেব, পূজা-পার্বনে
আনন্দ নাহি খুঁজে পাই,
মিলন মেলায় সখ্যতা হেরে,
ফেসবুক করেছে নিজ ঠাঁই।


শংকিত মনে নয়নে নয়নে
প্রেম আবেগ জাগে লাজে,
প্রেমহীন তারা সংশয়ে ভরা
বৃথা প্রেম ফেসবুকে খুঁজে।


ঘরে বাহিরে আপন ভূবনে
একী হল হালচাল,
হতাশার তরে বেদনায় ভরে
বেসামাল জীবনের তাল।


সময়ের সাথে চলার পথে
যতনে সময় হরণ,
অগ্রধারায় বৈরী প্রবাহে
জীবনের হলো যে পতন।


পৃথিবীর বুকে সভ্যতার যুগে
আধুনিক যত সৃজন,
মাানবের কাজে মঙ্গল তরে
নহে কিছু বৃথা আয়োজন।


ভাবের ঘোরে জ্ঞানের ভূলে
পরিনাম নহে কল্যানকর,
সময় এসেছে শপথ নেবার
করিতে সভ্যতার কদর।


==============