শিশির ভেজা সকাল বেলা
শিউলী ফুলে গাঁথা মালা,
নদী তীরে কাশ দুলে
শরৎ সাজে ফুলে ফুলে।


ঘ্রানে ঘ্রানে কামিনী- মালতী
জুঁই-কলমি-বেলী,
হাসনাহেনা, টগর, মাধবী
মল্লিকা, চামেলী।


বিলে বিলে জলাশয়ে
শাপলা পদ্ম হাসে,
নানান জাতের জলজফুল
জলে জলে ভাসে।


নানান  রঙে নানান ঢঙে
নানান রূপের মেলা,
শরৎ ফুলের মিষ্টি গন্ধে
মনে আনন্দ দোলা।
=========