স্বাধীনতা মোদের অনুভূতি এক আনন্দ- বেদনার,
জীবনোৎসর্গের জয়গান বটে বীর বঙ্গ জনতার।
বিজয় মোদের চেতনা-মননের মুক্তির দীপ্তিতে ভাস্বর,
স্বাধীনতা তাই গৌরব মাখা বেদনার জলন্ত স্বাক্ষর।।
এপার বাংলায় যবে শুরু হল পাক শোষনের গ্রাস,
শহরে-বন্দরে, গ্রাম-গ্রামান্তরে চলিল তান্ডব ত্রাস।
স্বদেশ রক্ষার দীপ্ত শপথে গর্জে উঠে রাজ পথ,
দামাল ছেলের সামাল রবে মিলিল বাংলার জনপদ।।
আকাশে বাতাসে অসহ যাতনায় বাঙ্গালীর আর্তনাদ,
নিরবধি চলে শোষিত মানুষের অগ্নিঝড়া প্রতিবাদ।
মুক্তির নেশায় বাঙালি চেতনায় আসিল জাগরন,
বাঁচিতে বাঁচাতে সোনার ছেলেরা করিল জীবন পণ।।
সোচ্চার সকল মুক্তি পাগল স্বাধিকার আদায়ে,
দূরভীসন্ধি পাক-কৌশল যায় সমূলে বিনাশ হয়ে।
বহু কষ্ট পরে বহু ত্যাগ করে জিতিল মুক্তিসংগ্রাম,
গৌরবগাঁথা স্বাধীন বাংলার রাখিল বাংলাদেশ নাম।।