মিষ্টি হৈমন্তিক বিকেলে
মেঘের রাজ্যে সাদা ভেলায়
টুকরো টুকরো নীলের
মন জুড়ানো অন্তর্ধান,
কাশফুলে ঢাকা মাটি,
স্নিগ্ধতা ছড়ানো
মনমাতানো সুবাসিত বাতাস,
কাব্যময় তেজহারা রোদ্দুরে
আকাশকে নিখুঁত রঙের খেলায় মাতিয়ে
কুয়াশার আলতু পরশে
নিসংকোচে গোধূলি চেপেছে সন্ধ্যার ঘারে।


মাঠ ভর্তি ফসলের ঝলক,
পাল্লা দিয়ে বেড়েছে সকলে।
এইতো ক'দিন আগের রোপা
ধানের শীষগুলো,
প্রশমিত হয়ে মাথা তুলে কেবল দেখছে
নতুন পৃথিবীকে, শিশুতোষ মায়ায়।
আঁতুরের গন্ধ এখনো
গা থেকে যায়নি ওদের।
ফুলগুলো বিনয়ী ধ্যানে বসে আছে
পরাগায়নের প্রতীক্ষায়।
আবার কেউ কেউ
আগাম আড়মোড়া ভেঙে
ছন্দে ছন্দে নিজেকে জানায়, অবলীলায়।


কী অপরূপ !
বাতাসে শব্দহীন দোল খায় শীষের মিছিল।
সুন্দরের উজার আঙিনায়,
প্রাচুর্যতায়, ঢের মুগ্ধতার
কখনও হয়না খানিক শিথিল।


এক অসাধারণ তৃপ্তিতে!
কৃষকের এখন শুধু দূর থেকে দেখা
হলুদ ধানের রঙে মাঠ ঢেকে থাকা।
আনন্দে রাজ্যের হাসি ফুটে তাঁর মুখে,
মেতে উঠে অপেক্ষার হৈমন্তী উৎসবে।
====================