হৃদয়ের ক্যানভাসে,
মৃদু মৃদু কম্পনে,
প্রেমের আভাস আমি পেয়েছি।
সলাজে সংগোপনে, স্বপ্ন দোলে মনে,
অধীর কিছুটা তাই হয়েছি।।


আকাশের ঘন নীলে,
আলো মেঘে চুম্বনে,
দিগন্তে প্রেমের সীমা এঁকেছি।
রূপালী জ্যোৎস্না রাতে, চাঁদমূখী হাসিতে
প্রেমের আবেগে আমি ভেসেছি।।


সমুদ্র প্লাবনে,
অবিরত গর্জনে,
উন্মাদনায় মাতোয়ারা হয়েছি।
অথৈ তরঙ্গ তালে, অন্তরে অন্দরে
বিরহী করুণ রাগ শুনেছি।।


পাহাড়ের প্রান্তরে,
সবুজের ভীরে ভীরে,
সজীব সতেজ ভাব পেয়েছি।
উদাসী হাওয়ার খেলা, রঙিন গোধূলি বেলা
এ'মনে রোমাঞ্চ কিছু দেখেছি।।


প্রেম প্রেম ভাবে চলে,
কত ছলে কৌশলে,
আমি যে প্রেমের কথা বুঝেছি।
অনুভবে অনুরাগে, মিলনের মধু ভাবে
কবিতায় প্রেমিক আমি হয়েছি।।
================